করোনা আবহের মধ্যেই উপত্যকায় জঙ্গী-কার্যকলাপ অব্যাহত। দেশ বিদেশের মানুষ যখন করোনায় জর্জরিত, তখন ভারতে দিন দিন বাড়ছে জঙ্গী-কার্যকলাপ। যদিও পাল্টা উত্তর দিচ্ছে ভারতীয় সেনা। এনকাউন্টারও করা হয়েছে। তবে বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ থেকে এক জঙ্গীকে গ্রেফতার করে নিরাপত্তারক্ষীরা। ভারতীয় সেনার একনম্বর রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এদিন ওই জঙ্গীকে জীবিত অবস্থায় আটক করতে সফল হয়।
ধৃত জঙ্গীর নাম ইমরান দার এবং সে হিজবুল মুজাহিদিনের সদস্য বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ কয়েকদিন ধরেই ইমরান অসুস্থ ৷ অনন্তনাগের মেডিক্যাল হাসপাতালে চিকিৎসার জন্যই যাচ্ছিল সে ৷ সে সময়েই তাকে গ্রেফতার করা হয়।
জঙ্গীর কাছ থেকে একটি পিস্তল ও আরও বেশ কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে। ইমরান কাশ্মীরের কুলগাম জেলায় থাকত বলে সূত্রের খবর। ধরা পড়ার সময় হিজবুল মুজাহিদিনের পোশাক পরেই পাওয়া গিয়েছে তাকে। কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পর সম্প্রতি ইমরান হিজবুল মুজাহিদিন জঙ্গী সংগঠনে যোগ দিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।