চীনা সেনার আক্রমণে ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুর পর থেকেই তোলপাড় গোটা দেশ। এবার লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত-চীন সেনা সংঘর্ষে শহীদদের পাশে দাঁড়াল দেশের ক্রীড়া জগৎ। সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, ভাইচুং ভুটিয়া থেকে সুনীল ছেত্রী- সবাই শ্রদ্ধা এবং স্যালুট জানালেন দেশের জন্য প্রাণ দেওয়া ওই যোদ্ধাদের। সঙ্গে প্রতিবাদও করলেন নিজেদের মতো করে।
সচিনের টুইট, ‘আমাদের দেশের বীররা বারবার মাতৃভূমিকে রক্ষার জন্য শহীদ হয়েছেন। পুরো দেশ তাঁদের জন্য শোকার্ত। শহীদদের পরিবারের পাশে নিঃস্বার্থ ভাবে দাঁড়াতে হবে। আমার শ্রদ্ধা জানাই।’ টুইটারে বিরাট লেখেন, ‘দেশের সম্মান রক্ষায় যাঁরা গলওয়ান উত্যাকায় যাঁরা শহীদ হলেন, তাঁদের জানাই স্যালুট। একজন সৈনিকের চেয়ে আর কেউ স্বার্থহীন বা সাহসী হতে পারেন না। আমাদের প্রার্থনা, এই কঠিন সময়ে তাঁদের পরিবার শান্তি খুঁজে পাক।’
শহীদ কর্নেল সন্তোষ বাবুকে শ্রদ্ধা জানিয়ে বীরেন্দ্র সহবাগ আবার চীনকে শুধরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। শিখর ধাওয়ান বলেছেন, ‘এ এমন এক ত্যাগ, যা দেশ কোনওদিন ভুলতে পারবে না।’ তরুণ প্রজন্মের কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়ারাও জানিয়েছেন স্যালুট। একই সুর যুবরাজ সিং, রোহিত শর্মা বা কোচ রবি শাস্ত্রীরও।
দেশের প্রাক্তন ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়ার কথায় স্পষ্ট প্রতিবাদের সুর শোনা গিয়েছে। তিনি বলেন, ‘চীন এই পুরো ঘটনাটাই ঘটিয়েছে পরিকল্পনা করে। ওরা জানত, এমন পরিস্থিতি তৈরি হবে। চিনের এই কাপুরুষের মতো কাজকে আমি ধিক্কার জানাই। ভারত সরকার যেন চীনের এই চাপের কাছে মাথা না নোয়ায়। যোগ্য পদক্ষেপ নেয়।’