গত ৬ জুনই বৈঠক হয়েছিল দুই দেশের। চীন ও ভারতের লেফটেন্যান্ট পর্যায়ের সেই বৈঠকের পরই ঠিক হয়, পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকা থেকে সরে যাবে দুপক্ষই। চীনা সেনা তাঁদের তাঁবু সেখান থেকে সরিয়ে নেবে। সেইমতো ওই জায়গা থেকে সরে আসে ভারতীয় জওয়ানরা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, সোমবার সন্ধেয় ভারতীয় জওয়ানদের একটি ছোট দল গালোয়ান উপত্যকায় দেখতে যায়, চীনা সেনা তাদের তাঁবু সরিয়েছে কিনা। দেখা যায়, একটি তাঁবু তখনও সেখানে রয়েছে। একটি সূত্র উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম জানাচ্ছে, তাঁবুর কাছাকাছি যেতেই চীনা সেনা কর্ণেল বি এ সন্তোষবাবুও ওপরে হামলা চালায়। শুরু হয়ে যায় দুপক্ষের হাতাহাতি লড়াই। চীনা সেনাদের সঙ্গে ছিল রড ও অন্যান্য অস্ত্র। সংঘর্ষের খবর পেয়েই দুপক্ষের সেনারা ঘটনাস্থলে চলে আসে।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২০ ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন। সেনা প্রাথমিকভাবে গতকাল জানিয়েছিল, এক কর্ণেল-সহ মোট ৩ জওয়ান শহীদ হয়েছেন। পরে জানা যায়, আরও ১৭ জন মারাত্মক জখম। অনেকেরই মৃত্যু হয়েছে গালোয়ানের হিমাঙ্কের নীচের তাপমাত্রায়। ৪৩ জন চীনা সেনা নিহত কিংবা আহত হয়েছেন বলে খবর। সঙ্ঘর্ষের সময়ে অনেকেই নদীতে পড়ে যান। ওই সঙ্ঘর্ষের পরই এলাকা থেকে সরে যায় চীনা সেনা।