লাদাখ সীমান্তে চীনা ফৌজের হামলা শহীদ অন্তত ২০জন ভারতীয় জওয়ান। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। এদিকে, ভারতীয় ফৌজের পালটা হামলায় খতম হয়েছে ৪৩ জন চীনা সৈনিক। বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে সেনা।
সোমবার রাতে ভারতীয় বাহিনীর উপর হামলা চালায় লাল ফৌজ। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। সেই সংঘর্ষে অন্তত বিশ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন অনেকেই, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য। গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিল ভারত। মঙ্গলবার বিবৃতি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরানোর জন্য সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে দুই দেশ।
তবে সোমবার রাতের সংঘর্ষে ঠিক কতজন চিনা সেনার মৃত্যু হয়েছে? এই সংখ্যাটা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। সরকারিভাবে চীন এখনও নিজেদের দেশের মৃত বা আহতের সংখ্যা ঘোষণা করেনি। আবার ভারত সরকারও চীনের মৃতের সংখ্যা নিয়ে সরকারিভাবে কোনও দাবিই করেনি। সীমান্তের এপার থেকে ওপারের হতাহতের সংখ্যাটা আন্দাজ করাও কঠিন। স্বাভাবিকভাবেই চীনা সেনার ক্ষয়ক্ষতির সংখ্যাটা এখনও ধোঁয়াশার পর্যায়েই আছে।
গতকাল রাতেই ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, চীনাদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। কিন্তু চীনা সেনা তেমন কোনও দাবি করেনি। গতকাল বেজিংয়ের সংবাদমাধ্যম দাবি করে চীনের ৫ জন জওয়ান নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। যদিও ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয় অন্তত ৪৩ জন চিনা সেনার মৃত্যু হয়েছে। বুধবার ভারতীয় সেনা সুত্রে বলা হচ্ছে, চীনের তরফে ঠিক কতজন মৃত বা কতজন আহত, তার সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।