করোনার আবহেই ভূস্বর্গে জঙ্গী হামলা অব্যাহত। তার পাল্টা উত্তর দিচ্ছে ভারতীয় সেনা। নিকেশ অব্যাহত। মঙ্গলবার ভোরেই তিন জঙ্গীকে নিকেশ করলো ভারতীয় জওয়ানরা। এমনটাই জানানো হয়েছে কাশ্মীর জোন পুলিশের তরফ থেকে।
গোপন সূত্রে খবর পেয়ে সোপিয়ানের তুরকানগাম অঞ্চলে ওই জঙ্গীদের ঘিরে ফেলে পুলিশ ও সেনা জওয়ানরা। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর ওই তিন জঙ্গীর মৃত্যু হয়৷
এখনো পর্যন্ত শেষ ১৮ দিনে ৩৩ জন জঙ্গীকে নিকেশ করেছে ভারতীয় জওয়ানরা। গত সপ্তাহের শুরুতেই দুটি আলাদা আলাদা অপারেশনে নয়জন হিজবুল মুজাহিদিন জঙ্গীকে নিকেশ করা হয়।
অন্যদিকে, গত বৃহস্পতিবার হঠাৎ করেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের সেনা। গুলি বর্ষণে শহীদ হন এক ভারতীয় জওয়ান। আর তার পাল্টাও দিল ভারত। লাগাতার গুলি ও শেলিং করে রাজৌরি সেক্টরে সীমান্ত লাগোয়া একাধিক পাক সেনা ঘাঁটি ধুলিস্মাৎ করে দিল ভারতীয় সেনা।