এই বছর শেষের দিকেই স্টিভ স্মিথদের সঙ্গে কোহলিদের টেস্ট সিরিজ হওয়ার কথা। আপাতত সেইদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব। সেই মেগা সিরিজের আগে স্মিথের বিরাট প্রশংসা পেয়ে গেলেন রবীন্দ্র জাডেজা। ভারতীয় অলরাউন্ডারকেই এই মুহূর্তে বিশ্বের সেরা ফিল্ডার বলছেন অজি ব্যাটসম্যান।
অন্যান্য টুর্নামেন্টের মধ্যে আইপিএল-কেই এগিয়ে রাখছেন অজি তারকা। তাঁর স্পষ্ট বক্তব্য, “আইপিএলে সেরা দলগুলোর বিরুদ্ধে খেলে জেতা কঠিন। কেননা এখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন। বছর শেষে ভারতের বিরুদ্ধে মেগা সিরিজের জন্য মুখিয়ে আছেন স্টিভ স্মিথ। সেই সিরিজের অন্যতম ইউএসপি হতে চলেছে কোহলির সঙ্গে স্মিথের দ্বৈরথ”।
আউট ফিল্ডে জাডেজার দুরন্ত ফিল্ডিং আগেও বহু প্রাক্তনের প্রশংসা কুড়িয়েছে। এবার ফিল্ডার জাডেজাকে দরাজ সার্টিফিকেট দিলেন স্টিভ স্মিথ। একইসঙ্গে কেএল রাহুলের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।