করোনা আতঙ্কে এখনও তটস্থ গোটা দেশ। প্রতিদিনই ভারতে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এরই মধ্যে বিতর্কিত মন্তব্য করে কেন্দ্রের তথা মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে অস্বস্তিতে ফেললেন ভোপালের সেহোরে জেলার প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক করণ সিং ভার্মা। গতকাল একটি বৈঠকে তিনি বলেছেন, দেশে করোনা ভাইরাসের জেরে সংক্রামিত হয়েছেন প্রায় ৯০ কোটি মানুষ। আর এই মন্তব্যকে কেন্দ্র করেই বিজেপির বিরুদ্ধে নেমেছে কংগ্রেস।
প্রাক্তন মন্ত্রীর ওই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে করণ সিং ভার্মা বলছেন, ‘আমরা করোনার বিরুদ্ধে লড়ছি। হাতজোড় করে নিবেদন করছি, সকলে একে অপরের ৫ ফিট দূরে থাকুন। চীনের থেকে এই মহামারি আমাদের দেশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে গোটা দেশে ৮৫-৯০ কোটি মানুষ এই করোনায় আক্রান্ত হয়েছেন। টাকাপয়সা ওখানেই সব চলে যাচ্ছে। হাসপাতাল তৈরি করা হচ্ছে, উদ্যোগ বন্ধ রয়েছে। কোনও জায়গা থেকেই টাকা-পয়সা আসছে না।’
প্রসঙ্গত, লকডাউন পুরোপুলি উঠে না গেলেও করোনা ভাইরাসের জেরে সর্বত্র জমায়েত করার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু বেশিরভাগ বিজেপি শাসিত সরকারই এই নিয়মকে অগ্রাহ্য করে জমায়েত করেই চলেছে। যেমন রবিবারের ওই সমাবেশে প্রায় হাজারের থেকেও বেশি গ্রামবাসী ভিড় করেছিলেন। ইচ্ছাবার এলাকা বরাবর দেওয়াল উদ্বোধনী অনুষ্ঠানেই এই বিতর্কিত মন্তব্যটি করেন তিনি। আর সূত্রের খবর, ওই অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসীদের মধ্যে কেউই সামাজিক দূরত্ব মানেননি।
প্রসঙ্গত, অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বেফাঁস মন্তব্যে আপাতত বিতর্ক ও প্রশ্ন উঠছে সব দিক থেকেই। এ প্রসঙ্গে ফোন করা হলে বিধায়কের ফোন অফ করা ছিল, ফলে প্রশ্নের উত্তর মেলেনি। আর তারপরই আসরে নামে বিরোধী দল কংগ্রেস। এই বিষয়ে কংগ্রেসের রাজ্য আইন বিভাগের ইনচার্জ জে পি ধানোপিয়া জানিয়েছেন, ‘এটা সত্যই আশ্চর্যের। দেশে করোনায় আক্রান্ত ৮৫ থেকে ৯০ কোটি মানুষ! চোখ কপালে উঠে যাওয়ার মতোই মন্তব্য। আমি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব, এবার যেন সাধারণ মানুষকে আসল তথ্য জানানো হয়।’