সুশান্ত সিং রাজপুত কিভাবে পর্দার ধোনি হয়ে উঠলেন, তা নিয়ে কাটাছেঁড়া হয়েছে আগেও। তবে একটা গল্প বলা হয়েছে, অন্য গল্পগুলো যেন আজীবন লুকানোই থাকবে। গতকাল আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত৷ ধোনি গল্পকে রূপোলি পর্দায় তুলে ধরলেও, সুশান্তের ওঠা, পড়া, স্ট্রাগল, মনখারাপের সব গল্পেরা কাল তার সাথে চলে গিয়েছে। একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, কীভাবে যে তিনি পর্দার ধোনি হয়ে উঠলেন তা নিজেও জানেন না।
খালি জানতেন, যেভাবেই হোক ধোনি হয়ে উঠতে হবে। তাঁর মত কাঁধ ঝাঁকিয়ে হাঁটতে হবে। ব্যাট করতে হবে। উইকেটকিপিং-এর স্টাইল হতে হবে ধোনির মতো। হাঁটাচলা, আঙুল দিয়ে চুল ঘোরানো, সব করতে হবে ধোনির মতো। এতই কি সহজ! কঠিন কাজের জন্য কঠিন পরিশ্রম শুরু করলেন রাজপুত।
সুশান্তকে ট্রেনিং করাতেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটকিপার কিরান মোরে। রোদের মধ্যে তিন-চার ঘন্টা ট্রেনিং চলত। কিরন মোরে নাকি একখানা লাঠি হাতে নিয়ে সুশান্তকে প্র্যাকটিস করাতেন। হাঁপিয়ে গেলেও রেহাই মিলত না। এম এস ধোনি হয়ে ওঠা কি আর সহজ কাজ!
আপনি কী করে ধোনি হয়ে উঠলেন! এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেছিলেন, ছোট্ট শহর থেকে উঠে এসে দুনিয়া জয় করাটা তাঁরাই ফুটিয়ে তুলতে পারেন আসলে যারা সেটা করে ফেলেছেন।