আত্মঘাতী বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের ময়না তদন্ত সম্পন্ন হল। ময়নাতদন্তের রিপোর্ট বলছে ঝুলে থাকায় দম বন্ধ হয়ে মৃত্যু সুশান্তের।
পোস্ট মর্টেম রিপোর্ট থেকে জানা গেছে ঝুলে থাকায় অ্যাসফিক্সিয়ার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে, তার থেকে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে বা মারাও যেতে পারে। এই অবস্থাকেই বলে অ্যাসফিক্সিয়া। পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী, ঝুলে থাকায় এই অবস্থা তৈরি হয় সুশান্তের শরীরে। এটাই তাঁর মৃত্যুর কারণ।
গতকাল বান্দ্রার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয়েছে অ্যান্টি ডিপ্রেশন ওষুধ, মিলেছে প্রেসক্রিপশন। তবে, মেলেনি কোনও সুইসাইড নোট। সোমবার মুম্বইতেই হবে অভিনেতার শেষকৃত্য। রবিবার রাতেই সুশান্তের বাবা ও পরিবারের অন্যান্যরা পাটনা থেকে মুম্বই পৌঁছেছেন।
সুশান্তের এহেন আকস্মিক প্রয়াণে হতবাক সকলেই। শাহরুখ থেকে শুরু করে কোহলি সকলেই টুইটে শ্রদ্ধা জানিয়েছেন। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখাল অবসাদ ঠিক কতটা প্রাণঘাতী।