উম্পুনের জেরে বিধ্বস্ত বাংলা। পাশাপাশি করোনা তো আছেই। বাংলার মানুষ ভালো নেই৷ তাই মানুষের পাশে এবার দাঁড়াতেই হবে। বর্তমানে বলিউডের নামী বাঙালি পরিচালক সুজিত সরকার এবার মুখ খুললেন। বরাবরই স্পষ্ট বক্তা সুজিত৷ পশ্চিমবঙ্গের যে কোনও বিষয়ে মুখ খুলতে দেখা যায় এই বাঙালি পরিচালককে। এবারে সামাজিক কাজে ব্রতী হওয়ার জন্য কলকাতার পুজো কমিটিগুলোকে বিশেষ অনুরোধ করলেন সুজিত।
সুজিত লিখেছেন, “আমি কলকাতার দুর্গাপুজো ও কালীপুজোর উদ্যোক্তাদের কাছে আর্জি জানাচ্ছি, পুজোয় এলাহি খরচ না করে উম্পুন বিধ্বস্ত বাংলাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করুন আপনারা।” সোশ্যাল মিডিয়াতে সুজিতের এই বার্তাকে সম্পূর্ণ সমর্থন করে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী জানান, ‘আশা করি পুজো উদ্যোক্তারা কেউ যেন এবারে কোভিড-১৯ থিম না করে বসেন।’
সুপার সাইক্লোনের প্রভাবে এখনও বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। মাথার উপর ছাদ নেই, খাবার থেকে বিদ্যুৎ নেই বেশিরভাগ এলাকায়। সুন্দরবন, ক্যানিং ও দক্ষিণ ২৪ পরগনা এলাকার মানুষদের পাশে দাঁড়াতে হবেই। তাই পুজো উদ্যোক্তাদের চলতি বছরে পুজোর বাজেট কমিয়ে সামাজিক কাজে দান করতেই বলেছেন সুজিত।