কেন্দ্রীয় নির্দেশ আসেনি এখনও। তবে তাই বলে থেমে নেই কাজ। কলকাতায় মেট্রো চলাচল শুরু হলে সব কিছু যাতে যথাযথ থাকে, তাই থার্ড রেলের বিদ্যুৎসংযোগ এবং এসক্যালেটর-এই দুইয়ের ব্যাপারে বাড়তি নজর দিচ্ছে কলকাতা মেট্রো। সে কারণেই সকাল থেকে সন্ধ্যা, প্রতিটি স্টেশন ও লাইনে কাজ করছেন মেট্রো কর্মীরা।
মেট্রো সূত্রে জানা গিয়েছে , পরিষেবা চালু হলে যাতে কোনও সমস্যা তৈরি না হয় তার জন্যে প্রতি বিভাগের সমস্ত আধিকারিকদের ব্যবস্থা নিতে বলেছেন জিএম মেট্রো।একইসঙ্গে মেট্রো হতে চলেছে ‘সুপার কুল’। অর্থাৎ কাউন্টার এরিয়া থেকে প্ল্যাটফর্ম। এমনকী কোচের মধ্যেও হিমশীতল অবস্থা উপভোগ করবেন যাত্রীরা। তবে লকডাউন পরবর্তী পরিস্থিতিতে মেট্রোয় যাত্রী সংখ্যা দৈনিক গড়ে সাড়ে ছয় লক্ষই থাকবে না কমবে তা নিয়ে মতান্তর অবশ্য রয়েছে। তবে শুধু ‘সুপার কুল’ নয় এসক্যালেটর থেকে কোচের বেয়ারিং সব কিছুই রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে, যেখানে যা প্রয়োজন বদলে ফেলার কাজ করে চলেছেন মেট্রো কর্মীরা।
প্রসঙ্গত, কলকাতার লাইফলাইন মেট্রো রেল। কিন্তু লাইফলাইনে বিপত্তি লেগেই থাকে। কখনও ব্রেক বাইন্ডিং সমস্যা। কখনও ঠান্ডা না হওয়ার। কখনও আবার সমস্যা ধরা পড়ে দরজা খোলা বা বন্ধ হওয়া নিয়েও। এছাড়া মাঝে মধ্যে মেট্রো কোচেও ধরা পড়ে নানা সমস্যা। সেই সব সমস্যা মেটাতে এবার উদ্যোগী কলকাতা মেট্রো রেল। লকডাউনের মধ্যে মেট্রো রেল চলাফেরা না করলেও ইঞ্জিনিয়াররা প্রতিদিন মেট্রোর ট্রায়াল দিচ্ছেন কারশেডে। তার সঙ্গে চলছে পরিষেবা উন্নয়নের নানা কাজ। বেয়ারিং বদলানো, ব্রেক সিস্টেম পরীক্ষা করা, নানা যন্ত্রাংশ পরীক্ষা যার মধ্যে উল্লেখযোগ্য হল কারেন্ট কানেক্টর পরীক্ষা। এর পাশাপাশি চলছে এসি কোচের পরীক্ষা।
অন্যদিকে, ফুলবাগান মেট্রো স্টেশন খুব শীঘ্রই জুড়তে চলেছে পাতাল পথে মেট্রো পরিষেবায়। আগামী শুক্রবার, ১২ তারিখ সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান অবধি মেট্রো পাতাল পথ পরিদর্শন করবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে প্রথম পাতাল স্টেশন হিসেবে যাত্রা শুরু করবে ফুলবাগান। শুধু তাই নয়। শহর কলকাতায় দীর্ঘ ২৬ বছর পরে আবার নতুন করে চালু হবে পাতালে কোনও স্টেশন। কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শনের পর চূড়ান্ত ছাড়পত্র দিলেই যাত্রী পরিষেবা চালু করা যাবে এই অংশে।
উল্লেখ্য, চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসেই স্টেশনের যাবতীয় কাজ শেষ হয়ে গিয়েছিল। কথা ছিল ৩ মাস আগেই কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন সারবেন। লক্ষ্য ছিল পয়লা বৈশাখে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ২৬ বছর পর ফের পাতাল স্টেশন উদ্বোধন হবে। কিন্তু করোনা এসে সেই পরিকল্পনায় জল ঢেলে দিল। তবে ভেতরে ভেতরে সব প্রস্তুতি সেরে রাখা হয়েছিল। আনলক অধ্যায় শুরু হতেই তাই চলতি সপ্তাহে কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করবেন। তারপর তিনি ছাড়পত্র দিলেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান অবধি মেট্রোয় যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে। এবং তা অবশ্যই কোভিড প্রটোকল মেনে।