ভারতীয় দলের পেসাররা এখন যে কোনও দলের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। আর আসন্ন অস্ট্রেলিয়া সফরে কুলদীপ যাদবের ঘূর্ণি স্মিথ-ওয়ার্নারদের মাথাব্যথার কারণ হতে পারে এমন মনে করেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্যাপ্টেন ইয়ান চ্যাপেল।
ইয়ান চ্যাপেল অবশ্য ফাস্ট বোলারদের থেকে স্পিনার কুলদীপকেই অজি সফরে ভারতের তুরুপের তাস বলে মনে করছেন। চ্যাপেল লিখেছেন, “কুলদীপের রিস্ট স্পিন অস্ট্রেলিয়ার পিচে উইকেট আনতে পারে। এর জন্য অবশ্য সাহসী দল নির্বাচনের দরকার।”
স্পিনারদের পাশাপাশি হার্দিক পান্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে বলেই মনে করেন চ্যাপেল। তিনি লিখেছেন, “পান্ডিয়ার উপস্থিতি ভারতের বোলিংকে আরও শক্তিশালী করতে পারে। আরও বেশি অপশন থাকবে ভারতের হাতে। পেসাররা যখন সাময়িক বিশ্রাম নেবে,তখন পান্ডিয়াকে বল করতে ডাকা যেতেই পারে।”
প্রসঙ্গত, সীমিত ওভারের ক্রিকেটে কুলদীপ ভারতীয় বোলিং বিভাগের অন্যতম অস্ত্র। ৬টি টেস্ট ম্যাচ এখনও পর্যন্ত তিনি খেলেছেন। ৬টি টেস্ট থেকে ২৪টি উইকেট তিনি নিয়েছেন। শেষ টেস্ট অবশ্য কুলদীপ খেলেছেন গত বছর অস্ট্রেলিয়ার মাঠেই।