নতুন কোম্পানি তৈরির প্রক্রিয়া শুরু করে দিল এটিকে-মোহনবাগান। হয়ত নতুন কোম্পানির নাম হতে চলেছে এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড। মনে করা হচ্ছে কোম্পানি তৈরির প্রক্রিয়া শেষ হতে জুলাই মাস হয়ে যাবে।
যদিও নতুন দলের নাম চূড়ান্ত না হলেও, সূত্রের খবর এটিকে-মোহনবাগান নামে খেলার সম্ভাবনাই বেশি। নতুন বছরের শুরুতেই এটিকের সাথে হাত মেলায় মোহনবাগান। চলতি মরশুমে আইএসএলে খেলার পাশাপাশি এএফসি কাপ এর গ্রুপ লিগেও খেলবে এই নতুন দলটি।
কোম্পানি তৈরির প্রক্রিয়া শেষ হলেই সম্ভবত বসবে প্রথম বোর্ড মিটিং। যে মিটিং এর দিকে তাকিয়ে অগণিত সবুজ-মেরুন সমর্থক। কেননা সেই মিটিংয়েই চূড়ান্ত হতে পারে নতুন দলের নাম, লোগো আর জার্সি।