দিনকয়েক পরেই হতে চলেছে রাজ্যসভা নির্বাচন। আর সেই নির্বাচনেই প্রার্থী হওয়ার জন্য তাঁকে অনুরোধ করেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। আর সেই অনুরোধ উপেক্ষা করতে পারেননি তিনি। তাই সোনিয়ার কথাকে মান্যতা দিয়েই এবার প্রার্থী হতে চলেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। টুইট করে এই কথা ঘোষণা করেছেন দেবেগৌড়ার ছেলে তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। বিগত কয়েকদিন ধরে ধোঁয়াশা চলার পর অবশেষে কংগ্রেস দেবেগৌড়াকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে।
বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই জলঘোলা চলছিল। শেষ পর্যন্ত কুমারস্বামী এদিন টুইট করে জানান, ‘সোনিয়া গান্ধী, দলের বিধায়ক ও কয়েকজন জাতীয় স্তরের নেতাদের অনুরোধে সাড়া দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া ঠিক করেছেন তিনি রাজ্যসভা নির্বাচনে লড়বেন। আগামীকাল তিনি মনোনয়ন জমা দেবেন।’
১৯৯৬ সালের পর এই প্রথম সংসদে প্রবেশ করবেন দেবেগৌড়া। ১৯৯৬ সালে যুক্তফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। কিন্তু সেই সময় রাজ্যসভায় নির্বাচিত হয়ে প্রথম সংসদে প্রবেশ করেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে দেবেগৌড়ার বয়স ৮৭। আর তিনি রাজ্যসভায় এলে বিরোধীদের কণ্ঠের জোর আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।