আলিপুরদুয়ারে সুস্থ সন্তানের জন্ম দিলেন কোভিড আক্রান্ত মা। জেলায় এই প্রথম কোনও কোভিড-১৯ প্রসূতি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। এখনও সদ্যোজাতর কোভিড টেস্ট করা না হলেও চিকিৎসকরা জানিয়েছেন সে সুস্থ আছে। তারও কোভিড টেস্টের ব্যবস্থা করা হচ্ছে।
আলিপুরদুয়ার জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, “আমরা সদ্যজাত শিশুটির কোভিড টেস্ট করব। রিপোর্ট পজিটিভ হলে এক রকম ব্যবস্থা করব এবং রিপোর্ট যদি নেগেটিভ হয় তা হলে আর এক রকম ব্যবস্থা করব। তবে এখন সদ্যজাত এবং তার মা – উভয়েই সুস্থ রয়েছেন। আশঙ্কার কোনও কারণ নেই।” এখনও পর্যন্ত সদ্যোজাতর শরীরে কোনও রোগের লক্ষণ দেখা যায়নি। তাই তাকে সুস্থ বলেই ধরে নেওয়া হচ্ছে।
আলিপুরদুয়ার জেলায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শনিবার ওই প্রসূতি একটি সন্তানের জন্ম দেন। ওই সদ্যজাতকে তার মায়ের থেকে অবশ্য আলাদা করে রাখা হয়েছে। সদ্যজাতের সোয়াব পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। খুব তাড়াতাড়ি তারও করোনা টেস্ট করা হবে।