আজ, সোমবার, ৮ জুন থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী চালু হয়ে গিয়েছে সরকারি, বেসরকারি সমস্ত অফিস৷ লকডাউন পর্ব শেষ করে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে৷ কিন্তু এ দিনও মিটল না বাস সমস্যা৷ কলকাতা থেকে শহরতলি, কোথাও পর্যাপ্ত সংখ্যায় বাসের দেখা নেই রাস্তায়৷ রাস্তায় নামেনি অধিকাংশ বেসরকারি বাস৷ ফলে অফিস টাইমে রাস্তায় বিপুল সংখ্যক যাত্রী থাকলেও বাস পাননি অনেকেই৷ অধিকাংশ ক্ষেত্রেই সামাজিক দূরত্বের বিধিনিষেধ উড়িয়ে বাধ্য হয়েই ভিড়ে গাদাগাদি করে বাসে উঠতে বাধ্য হয়েছেন যাত্রীরা৷ আর তা নাহলে ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে তাঁদের।
এ দিন সকালে একই ছবি দেখা গিয়েছে উত্তর ২৪ পরগণার বারাসতে৷ সেখানে বাস পরিষেবা স্বাভাবিক করতে রাস্তায় নামতে হয় উত্তর ২৪ পরগণার আরটিও অমলেন্দু ঘোষকে৷ একই সঙ্গে উত্তর চব্বিশ পরগণার আইএনটিটিইউসি জেলা সভাপতি তাপস দাশগুপ্ত সহ কর্মী সংগঠনের নেতারাও পথে নামেন। সকাল থেকে বাস না পেয়ে বারাসত শহরে যাত্রী দুর্ভোগ বাড়ছিল৷ যাত্রী দুর্ভোগ কমাতে বাধ্য হয়েই পথে নামেন আরটিও অমলেন্দু ঘোষ৷
এদিন তিনি জানান, উত্তর ২৪ পরগণার বারাসত থেকে প্রতিদিন ৭৫০টি বাস যাত্রীদের পরিষেবা দেয়৷ এ দিন সকাল ৯টা পর্যন্ত ৪১০টি বাস ছেড়েছে বলে দাবি করেন ওই সরকারি আধিকারিক। সরকারি আধিকারিক এই দাবি করলেও বাস্তবের ছবির সঙ্গে কিন্তু তা মেলেনি৷ বরং সকাল থেকেই দেখা গেছে, বারাসত সহ যশোর রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বাসের অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে কয়েকশ যাত্রী।