করোনা আবহের মধ্যেই সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে খুলছে দেশের সকল ধর্মীয় স্থান। কিন্তু মথুরা-বৃন্দাবনের একাধিক মন্দির বন্ধ রাখতে চায় মন্দির কর্তৃপক্ষ। কারণ, অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহারে রাজি নন তাঁরা। অগত্যা মন্দির বন্ধ রাখার পক্ষেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আনলক-১’-এ নিয়ম মেনে দেশের বিভিন্ন প্রান্তে সোমবার থেকে ধর্মীয় স্থানগুলি খুলতে শুরু করলেও মথুরা, বৃন্দাবনে দেখা গিয়েছে অন্য ছবি৷ ইসকন, বাঁকে বিহারি, শ্রী রঙ্গনাথজি-র মতো মন্দিরগুলিতে দেখা দিয়েছে ভক্তদের হতাশার ছবি৷
স্বাস্থবিধি বজায় রাখতে প্রতিটি ধর্মস্থানে আগত ভক্তদের স্বচ্ছতার বিষয়ে খেয়াল রাখার কথা বলা হয় কেন্দ্রের তরফ থেকে। মন্দিরে অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে আপত্তি রয়েছে মন্দির কর্তৃপক্ষের৷ তাই মন্দির বন্ধই রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা৷
গোবর্ধন মুকুট মুখঅরবিন্দ মন্দিরের এক পুরোহিত জানান, মন্দিরের ভিতরে অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে আপত্তি রয়েছে তাঁদের৷ সেই কারণেই মন্দির খোলা হয়নি৷