ফের জম্মু-কাশ্মীরের সোপিয়ানে শুরু হয়েছে সেনা-জঙ্গী সংঘর্ষ। আজ ভোরে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার পিনজোরা অঞ্চলে জঙ্গীদের খুঁজতে চিরুনি তল্লাশি শুরু করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সেখানেই সেনার গুলিতে মৃত্যু হয়েছে চার জঙ্গীর। এই সংঘর্ষে আহত হয়েছেন ২ সেনা কর্মী।
গোপন সূত্রের পাওয়া খবরে রবিবার সকাল থেকেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার রেবান এলেকায় তল্লাশি অভিযানে নেমেছিল জওয়ানরা। তবে এলাকায় মোট কতজন জঙ্গী লুকিয়ে ছিল তা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। তল্লাশি চলাকালীন জঙ্গীরা গুলি ছুড়তেই জবাবি হামলা চালায় সেনা। তাতেই খতম হয় ৪ সন্ত্রাসবাদী।
প্রসঙ্গত, রবিবারই জম্মু কাশ্মীরের সোপিয়ানে পাঁচজন জঙ্গীকে খতম করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। পাঁচ জঙ্গী নিকেশের সত্যতা জানিয়েছেন প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া।