গর্ভবতী হাতির মৃত্যুতে অবশেষে গ্রেফতার করা হলো একজনকে। কেরালায় গর্ভবতী এক হাতিকে বাজি ভর্তি এক আনারস দিয়ে মেরে ফেলা হয়েছে। এই অমানবিক কাজের জন্য যোগ্য শাস্তির দাবীতে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষ থেকে দেশের বড় ব্যক্তিত্ব, সকলেই এই মর্মান্তিক মৃত্যুর বিচার চেয়েছেন। সেই প্রেক্ষিতে কেরালা সরকার জানিয়েছিল যে দোষীর শাস্তি হবেই।
এদিন কেরালার বনমন্ত্রী কে রাজু জানিয়েছেন, গর্ভবতী হাতির মৃত্যুর প্রেক্ষিতে যে তদন্ত চলছে তাতে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে আরো একজনকে। পুলিশ এবং বনদফতর একসঙ্গে এই ঘটনার তদন্ত করছে।
জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম পি উইলসন। রাজ্যের মন্ত্রী আরও জানিয়েছেন, আরো বেশ কিছু জনের তল্লাশি ইতিমধ্যেই চালাচ্ছে তদন্তকারী অফিসাররা। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত, তদন্তকারীরা ইতিমধ্যেই জেনেছেন, যে কিছু মানুষ এইভাবে ফলের মধ্যে বাজি ধরে রাখেন বন্য জন্তুদের ভয় দেখানোর জন্য। অনেক ক্ষেত্রে সেইসব জন্তুরা ফসল নষ্ট করে দেয়। সেই কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়।