তারা আইপিএলে একই দলের হয়ে খেলেন৷ দেখতে গেলে এক পরিবারও বটে। তাই সতীর্থকে ইয়র্কার শিল্পে রপ্ত করিয়েছেন তিনি। হ্যাঁ, কথা হচ্ছে লাসিথ মালিঙ্গা ও যশপ্রীত বুমরাহর। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন দু’জনেই। তরুণ ভারতীয় পেসার বুমরাহকে ইয়র্কার শিল্পে রপ্ত করিয়েছেন যে মালিঙ্গা, সেকথা অকপটে স্বীকার করেন বুমরাহ।
বুমরাহ বলেছেন, ‘‘ক্রিকেটবিশ্বে সব চেয়ে ভাল ইয়র্কার দেয় মালিঙ্গা। বহু দিন ধরে একই ধারাবাহিকতা রেখে গিয়েছে। নিজের প্রতিভাকে এ ভাবে কাজে লাগানো সহজ নয়।’’
করোনা পরবর্তী সময়ে ক্রিকেটের মাঠে কি কি পরিবর্তন হতে পারে, সেই নিয়ে কথা ওঠায় বুমরা জানান, ‘‘করোনা পরবর্তী পরিস্থিতিতে কী ধরনের নিয়ম পালন করা যাবে জানি না। কিন্তু থুতুর পরিবর্ত পদ্ধতির প্রয়োজন। যা সুইং করাতে সাহায্য করবে।’’ স্বভাবতই এক পেসারের মনে যে এই প্রশ্ন থাকবেই।
করোনা পরবর্তীতে ক্রিকেট মাঠে হাতমেলানো বা আলিঙ্গন করা যাবে না, দূরত্ব অবলম্বন করতে হবে, এগুলোকে সমর্থন করেন বুমরাহ। তিনি জানান, ‘‘আমি কখনও বেশি উৎসব পছন্দ করি না। উইকেট পাওয়ার পরে সেই অনুভূতিই আমাকে খুশি করে। বাড়তি উচ্ছ্বাস দেখানোর প্রয়োজন পড়ে না।’’ কিন্তু বল পালিশ করার ভঙ্গি নিয়ে তাঁর কিছু বক্তব্য থেকেই যাচ্ছে।