লকডাউনে বেকারত্ব বাড়ছে। চরম আর্থিক দুর্দশায় পরিযায়ী ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। এবার তাদের আর্থিক সহায়তার দাবি জানিয়ে কেন্দ্রের কাছে আবেদন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যের ইচ্ছে থাকলেও সঙ্গতি নেই। তাই পিএম কেয়ার ফান্ড থেকে পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হোক।
এই প্রসঙ্গে বুধবার সকালে একটি টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী। ওই টুইটে মমতা লেখেন, ‘মহামারীর কারণে মানুষ চরম আর্থিক দুর্দশার সম্মুখীন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে আমার আবেদন, পরিযায়ী শ্রমিক ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এককালীন মাথাপিছু ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হোক। পিএম কেয়ারের কিছুটা অংশ এই খাতে ব্যবহার করা হোক।’
লকডাউনের পর থেকেই ব্যাপক কষ্টের মুখোমুখি হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। তাঁদের যথেষ্ট সাহায্য না করার অভিযোগ উঠেছে কেন্দ্রের মোদী সরকারের ব্বিরুদ্ধে। কাজ হারিয়ে প্রায় অভুক্ত অবস্থায় হাঁটতে হাঁটতে নিজেদের রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। শ্রমিক স্পেশাল ট্রেন চালু হওয়ার পরেও সেই অবস্থা বিশেষ বদলায়নি। এই অবস্থায় শ্রমিকদের কষ্ট লাঘব করতে কেন্দ্রীয় সরকারের কাছে পি এম কেয়ার ফান্ডের টাকা দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাবড় অর্থনীতিবিদরাও সরাসরি নগদ হস্তান্তরের কথা বলেছেন। এবার মমতার গলাতেও শোনা গেল সেই সুর।