আইএনএক্স মিডিয়া মামলায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির অভিযোগে গত বছরের ২১ অগস্ট প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। ১০৬ দিন জেলে কাটানোর পর অবশেষে গত ডিসেম্বরে জামিন পান তিনি। তবে ওই মামলায় ফের বিপাকে চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরম। এবার বাবা-ছেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পি চিদম্বরমের গ্রেফতারির প্রায় ৯ মাস পর চার্জশিট পেশ করল ইডি। প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। সোমবার দিল্লীর বিশেষ সিবিআই আদালতের বিচারক অজয় কুমারের এজলাসে একটি ই-চার্জশিট পেশ করে ইডি।
তবে, এখনই এই চার্জশিটের ভিত্তিতে প্রাক্তন অর্থমন্ত্রী বা তাঁর ছেলে তথা কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। লকডাউন উঠলে চার্জশিটের একটি প্রত্যয়িত কপি আদালতে পেশ করতে হবে। যার প্রতিলিপি পাঠাতে হবে প্রাক্তন অর্থমন্ত্রী এবং তাঁর ছেলের দফতরেও। লকডাউনের পর আদালতের কাজকর্ম স্বাভাবিক হলে এই মামলার শুনানি শুরু হবে। ইডি সূত্রের খবর, এই মামলার মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বয়ানের ভিত্তিতে চিদম্বরমদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। যদিও, চার্জশিটের কপি হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে চাননি চিদম্বরমরা।