দেশজোড়া করোনা সঙ্কটের মধ্যেই এবার ভূমিধসের কবলে পড়ল আসাম। দক্ষিণ আসামে ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত ২০ জন সাধারণ মানুষের। এমনকি কাদার নীচে আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণ আসামের বরাক উপত্যকায় ভারী বৃষ্টিপাত চলছে। একনাগাড়ে বৃষ্টির কারণেই মাটি আলগা হয়ে ধস নামে বলে মনে করা হচ্ছে। তবে দুর্গতদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।
মঙ্গলবার ভূমিধসের কবলে পড়ে দক্ষিণ আসামের বরাক উপত্যকা। ধসের কারণে মৃতেরা আসামেরই কাছার, হাইলাকান্দি এহং করিমগঞ্জ জেলার বাসিন্দা। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতদের মধ্যে ৭ জন কাছার জেলার বাসিন্দা, ৭ জন হাইলাকান্দি জেলার বাসিন্দা এবং আরও ৬ জন করিমগঞ্জ জেলার বাসিন্দা।