পঞ্চম দফার লকডাউন শুরু হওয়া সত্ত্বেও দেশজুড়ে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে মারণ করোনা ভাইরাস। ক্রমশ শাখা-প্রশাখা বিস্তার করে গোটা ভারতকেই গিলতে শুরু করেছে সে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও ক্রমবর্ধমান। এহেন সময়ে করোনা পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, করোনার মতো অতিমারি সামাল দেওয়ার প্রস্তুতি দেশের প্রধানমন্ত্রী শুরু করেছিলেন আজ থেকে ৬ বছর আগে।
তার এহেন মন্তব্যে বিতর্ক চললেও নিজের কথার ব্যাখ্যা দিয়েছেন যোগী আদিত্যনাথ। দ্বিতীয় মোদী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি জানান, ‘আজকে গোটা দেশ করোনার মত মহামারির সঙ্গে লড়াই করছে। এবং আমরা সক্ষম এই পরিস্থিতি সামাল দিতে। এর প্রস্তুতি শুরু হয়েছিল আজ থেকে ৬ বছর আগে।’
এরপরই নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি জানান, ‘আজকে সমস্ত গরিব মানুষগুলির জন ধন একাউন্ট রয়েছে। লকডাউন পরিস্থিতিতে সেই একাউন্টে প্রতি মাসে ৫০০ টাকা করে পেয়েছে তাঁরা। করোনার জেরে লকডাউন পরিস্থিতিতেও সরকারের সমস্ত রকম সাহায্য সরাসরি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ৬ বছর আগে থেকেই এই সমস্ত প্রকল্প একের পর এক লাগু করে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। যার জেরেই বর্তমান কঠিন সময়ে মানুষের কাছে পৌঁছচ্ছে সাহায্যের হাত।
আর যোগীর এই মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক। বিরোধীরা সরাসরি তোপ দেগেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে। তাঁদের বক্তব্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকার তো এইসব প্রকল্প গরিব মানুষদের জন্য চালু করেছিল। তাহলে এগুলি করোনার জন্য লড়াই কেন বলা হচ্ছে? এছাড়াও সম্প্রতি যে পিএম কেয়ারস ফান্ডে এত টাকা জমা পড়ল, সেই টাকারও কেন হিসাব নেই? কোথায় খরচ করা হচ্ছে এসব সেগুলোও জানতে চেয়েছেন বিরোধীরা।