চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার আগেই কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে, আগামী ৩০ জুন অবধি পঞ্চম দফার লকডাউন জারি থাকবে। তবে সেটা শুধুমাত্রই দেশের কন্টেইনমেন্ট জোনগুলিতে। এই নতুন নিয়মের লকডাউনের নাম দেওয়া হয়েছে ‘আনলক-১’। আর লকডাউন শিথিল হতেই রাস্তায় দেখা গেল মানুষের ঢল। আর এই যানজটের ফলে রাস্তায় চলাই দায় হয়ে পড়েছে। সরকারি বিধি নিষেধকে উপেক্ষা করে মানুষজন রাস্তায় বের হলেও প্রশাসনিক কোন হেলদোল নেই সেখানে।
সরকারি নিয়মানুযায়ী, অটোতে দুজনের বেশি যাত্রী বহনে নিষেধ থাকলেও সেই নিষেধ মানা হচ্ছে না। পাঁচ থেকে সাতজন যাত্রী নিয়ে চলছে অটো। বাস স্ট্যান্ডেও প্রচুর মানুষের ভিড়। হাতে গোনা দু-একটা বাস চলাচল করছে। আর সেই বাসেই মানুষজন ভিড় করে চড়ে বসছেন। কোথাও কোন সামাজিক দূরত্বের বিধি নিষেধ মানার বালাই নেই। কেন্দ্রের এহেন আধা খাপছাড়া লকডাউন জারি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।