কেন্দ্রীয় মন্ত্রীসভার কোনও পদে নেই তিনি। কোনও সাংবিধানিক বা বিধিবদ্ধ পদেও তিনি নেই। তা স্বত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর দেশের অন্যতম ভিভিআইপি হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রক তাঁকে দিয়েছে জেড প্লাস নিরাপত্তা। তাঁর নিরাপত্তার জন্য কত খরচ হয়? তথ্য জানার অধিকার আইনের আওতায় জানতে চেয়ে আরটিআই করেছিলেন দীপক জুনেজা নামের এক ব্যক্তি।
কিন্তু অমিত শাহের নিরাপত্তা খাতে কত খরচ হয় সেই তথ্য জানাতে সরাসরি অস্বীকার করেছে কেন্দ্রীয় তথ্য কমিশন। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অমিত শাহের সুরক্ষার জন্য কত টাকা খরচ হয় তা প্রকাশ করা যাবে না। তথ্য জানার অধিকার আইনে ‘নিজস্ব সূচনা’ এবং ‘নিরাপত্তা ‘ জনিত কারণ দেখিয়ে এই তথ্য প্রকাশ্যে আনতে অস্বীকার করা হয়েছে।
দীপক জুনেজা বলেন, ‘কোনও সাংবিধানিক পদে না থাকলেও ২০১৪ সালের ৫ জুলাই থেকে স্বরাষ্ট্রমন্ত্রক তাঁকে জেড প্লাস নিরাপত্তা দিয়েছে। যেহেতু জনগণের টাকায় অমিত শাহের সুরক্ষা ভার নির্বাহ হয় তাই সকলের এই বিষয়ে জানার অধিকার আছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ৮ (১) জি ধারা দেখিয়ে বলা হয়, কোনও ব্যক্তির শারীরিক সুরক্ষার তথ্য প্রকাশ করলে তাঁর নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন উঠে যায়। তাই এই তথ্য কোনও ভাবেই প্রকাশ করা যাবে না।’