সপ্তাহের প্রথম দিন সকালেই এসেছিল এই দুঃখের খবর। বয়সজনিত কারণে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন দেশের প্রাক্তন হকি তারকা বলবীর সিং সিনিয়র। অবশেষে গতকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল অলিম্পিক্সে ৩ বারের সোনাজয়ী এই কিংবদন্তির। তাঁর প্রয়াণের শোক এখনও রয়েছে ভারতীয় ক্রীড়ামহলে। আর তারপরই বলবীর সিংয়ের স্মরণার্থে পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী রানা গুরমীত সিং সোধি জানিয়েছেন, ‘পাঞ্জাবের মোহালি স্টেডিয়াম বলবীরের নামাঙ্কিত করা হচ্ছে।’
টানা দু’সপ্তাহ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় হকির সর্বকালের অন্যতম সেরা সেন্টার ফরোয়ার্ড বলবীর সিং সিনিয়র। তাঁর তিন পুত্র এবং এক কন্যা বর্তমান। বিকেলে কিংবদন্তির পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন করেন পৌত্র কবীর। তিন ছেলে কানোয়ালবীর সিং, করণবীর সিং ও গুরবীর সিং কানাডায় বসবাস করলেও কন্যা সুশবীর ও পৌত্র কবীরের সঙ্গে ভারতেই শেষদিন অবধি কাটিয়েছেন বলবীর সিং সিনিয়র।
উল্লেখ্য, শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন হকি অধিনায়ক পারগত সিং। এদিন সকালেই মোহালি ফর্টিস হাসপাতাল থেকে সেক্টর-৩৬ বাসভবনে নিয়ে আসা হয় প্রয়াত বলবীর সিংয়ের দেহ। সেখান থেকেই শববাহী যানে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। এই হকি কিংবদন্তির শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী রাণা গুরমীত সিং সোধি। তিনি বলেন, ‘বলবীর সিংয়ের মৃত্যু কেবল রাজ্যের ক্রীড়া জগতের নয়, গোটা দেশের জন্য এক বিরাট ক্ষতি। ওঁর কীর্তি আমাদের পক্ষে কখনই ভোলা সম্ভব নয়। এই প্রবাদপ্রতিম ক্রীড়া ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে মোহালি স্টেডিয়ামকে ওঁর নামাঙ্কিত করা হবে।’