করোনার জেরে সামাজিক এবং আর্থিকভাবে ধাক্কা খাবে দেশ। এই ধাক্কা সামলাতে কী করা উচিত সরকারের? এ নিয়ে দেশ তথা বিশ্বের তাবড় তাবড় বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নেওয়া শুরু করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রঘুরাম রাজনের পর এবার হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডঃ আশিস ঝাঁ এবং সুইডেনের মহামারি বিশেষজ্ঞ ডঃ জোহান জিয়েস্কের সঙ্গে এক আলোচোনায় যোগ দেন তিনি। আর সেখান থেকেই কার্যত এই ভবিষ্যৎবাণী করে দিলেন, যে করোনাভাইরাস সংক্রমণ গোটা বিশ্বকে যেভাবে গ্রাস করেছে তাতে সামাজিক, অর্থনৈতিক পরিবেশ একেবারে বদলে যাবে। একই সঙ্গে করোনাভাইরাস মূলত দুটি ধাপে কাজ করছে বলেও জানালেন রাহুল।
রাহুলের কথায়, প্রথম ধাপে করোনা বিশ্বের স্বাস্থ্য পরিকাঠামোর ওপর হামলা করছে, দ্বিতীয় ধাপে বিশ্বজুড়ে গঠনমূলক পরিকাঠামোয় আক্রমণ চালাচ্ছে। স্পষ্টভাবে দেখতে গেলে ভাইরাস সংক্রমণে যেসব ক্ষেত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেগুলি বিশ্বব্যাপী অগ্রগতির অন্যতম স্তম্ভ। রাহুলের ধারণা, করোনা পরবর্তী সময়ে সম্পূর্ণ নতুন পৃথিবী দেখবে বিশ্ববাসী। তাঁর কথায়, মানুষ মনে করে ৯/১১ একটা নতুন অধ্যায় ছিল, কিন্তু করোনাভাইরাস সম্পূর্ণ নতুন একটি বই। এর পাশাপাশি রাহুল এ-ও বলেন, জাতি ধর্ম নির্বিশেষে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত প্রয়োজনীয়। বিভেদ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও ক্ষতি করবে মানুষের। জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে সকলকে সামনে থেকে লড়াই করতে হবে।