করোনার মারক প্রভাব সামাল দিয়ে ওঠার আগেই অস্তিত্ব সংকটে মহারাষ্ট্রের মহাজোটের সরকার। একদিকে যেমন বিধায়কদের মধ্যে মুখ্যমন্ত্রীর আচরণে অসন্তোষ সৃষ্টি হয়েছে, অন্যদিকে তেমনি বেসুরো গাইছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। এই পরিস্থিতিতে বুধবার জোটের নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
ইতিমধ্যেই জোটে অসন্তোষ নিয়ে একপ্রস্ত আলোচনা করে ফেলেছেন উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ার। এবার কংগ্রেস নেতাদেরও বর্ষা বাংলোয় বৈঠকে ডেকেছেন।
করোনা মোকাবিলায় দেশের মধ্যে সবচেয়ে ব্যর্থ রাজ্য মহারাষ্ট্র। দেশের মোট আক্রান্তের প্রায় ৪০ শতাংশই এই রাজ্যের। যা নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে বিজেপি। বিজেপির বর্ষীয়ান নেতা নারায়ণ রাণে ইতিমধ্যেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন। সূত্রের খবর, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট নন বিরোধী মহাজোটের বেশ কয়েকজন বিধায়ক। তাঁদের অভিযোগ, রাজ্যের এহেন সংকটজনক পরিস্থিতিতেও মাঝে মাঝে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যায় না। বিক্ষুব্ধ বিধায়কদের অধিকাংশই এনসিপির সদস্য।