ক্রমশ দীর্ঘ হচ্ছে করোনার থাবা। করোনা বিস্তারিত হচ্ছে কলকাতা পুলিশেও। সোমবারই এই বাহিনীর এক আধিকারিক এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর শোনা গেছে। এরই মধ্যে আবার শোনা যাচ্ছে উত্তর কলকাতার এক পুলিশ আধিকারিক নাকি এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জানা গিয়েছে গিরীশ পার্ক থানার এক সাব ইন্সপেক্টর এই মারণ জীবানুর নয়া শিকার হয়েছেন। গত ২১ তারিখ থেকে তিনি জ্বরে ভুগছিলেন। সঙ্গে ছিল সর্দি ও কাশি। এরপরেই তাঁর করোনা টেস্ট করানো হয়।
গত রবিবার তাঁকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার ডিসান হসপিটালে। সোমবার রাতে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে এই ঘটনায় গিরীশ পার্ক থানায় কর্মরত অনান্য পুলিশ আধিকারিক ও কর্মীদের মধ্যে অস্বস্তি ছড়িয়েছে। তবে এই থানার কাউকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।