করোনা ভাইরাস সংক্রমণ রুখতে দেশব্যাপী লকডাউন একেবারে ব্যর্থ। ঠিক এই ভাষাতেই এবার কেন্দ্রের মোদী সরকারের সমালোচনায় সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এদিন ভিডিও কনফারেন্সে এক সাংবাদিক বৈঠক করে কি কেন্দ্রীয় সরকারের প্ল্যান-বি সম্পর্কে জানতে চান তিনি। বিগত এক সপ্তাহে যেভাবে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বেড়েছে, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে লকডাউন ব্যর্থ হয়েছে। এমনটাই জানান ওয়েনাড় লোকসভা কেন্দ্রের সাংসদ।
টুইটারে এক লাইভ অনুষ্ঠানে এসে এদিন রাহুল বলেন, ‘ভারতে লকডাউন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই রেজাল্ট আশা করেছিলেন লকডাউনের চারটি ধাপ তা করে দেখাতে পারেনি।’ ঠিক যেই সময় সংক্রমণ বাড়ছে সেই সময় বিধিনিষেধ শিথিল করা নিয়েও একহাত নেন তিনি। বলেন, ‘সম্ভবত ভারতই একমাত্র দেশ যেখানে ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার সময় লকডাউন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এবং তাঁর উপদেষ্টা মণ্ডলী দাবি করে এসেছেন, করোনা সংক্রমণ কমে যাবে। কিন্তু, বাস্তবে সেটা হয়নি।’
রাহুলের দাবির পিছনে যুক্তি দিচ্ছে অবশ্য করোনা সংক্রমণ বৃদ্ধির পরিসংখ্যান। বস্তুত লকডাউনের চতুর্থ দফায় বিধি নিষেধ অনেকটাই শিথিল করা হয়েছে। আর তারপর থেকেই প্রায় প্রতিদিনই ২৪ ঘন্টায় সর্বোচ্চ নতুন রোগীর সংখ্যার রেকর্ড হয়ে চলেছে দেশে। সোমবারও নতুন প্রায় ৭০০০ করোনা রোগীর সন্ধান পাওয়ায় এই রেকর্ড হয়েছে। মঙ্গলবার সকালের মধ্যে ভারতে করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ছাড়িয়ে গিয়েছে, আর মৃতের সংখ্যা এখন ৪,১৬৭। তারপরও সোমবার থেকে অসামরিক বিমান চলাচল ফের শুরু করা হচ্ছে। চালু হয়েছে রেল ও সড়ক যোগাযোগ-ও।
এই অবস্থায় রাহুলের প্রশ্ন, কেন্দ্রের পরিকল্পনা ঠিক কী। ক্ষুদ্র শিল্পের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে সরকার কী ভাবছে তা নিয়েও প্রশ্ন করেন রাহুল। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদীকে জিজ্ঞাসা করতে চাই, সরকারের কৌশল কী? তিনি আরও বলেন, ‘লকডাউন যখন ব্যর্থ হয়েছে, আমাদের সরকারের পরবর্তী কৌশলটি জানতে হবে। কেন্দ্রকে অবশ্যই তার প্ল্যান বি প্রকাশ করতে হবে। তারা কীভাবে এই রোগ প্রতিরোধ করার কথা ভাবছে। পরিযায়ী শ্রমিকদের কীভাবে সহায়তা করার কথা ভাবছে, এমএসএমইগুলিকে কীভাবে সমর্থন করার বিষয়ে চিন্তাভাবনা করছে।’
তাঁর সাফ কথা, ‘প্রধানমন্ত্রী অস্বীকার করতে পারবেন না, তাঁর প্রথম প্ল্যান ফেল করেছে৷ প্রধানমন্ত্রী ব্যাকফুটে চলে গেলেন৷ আমি ওঁকে অনুরোধ করব, দয়া করে ফ্রন্টফুটে খেলুন৷ অতীতে কী ঘটেছে, তা নিয়ে আমি সমালোচনা করছি না৷ আমার চিন্তায় দেশের বর্তমান এবং ভবিষ্যত্৷’ একই সঙ্গে তিনি দাবি করেন, কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে সহায়তা করছে না কেন্দ্র। রাহুলের কথায়, ‘কংগ্রেস কিছু রাজ্যে সরকার চালাচ্ছে। আমরা এই সংকটে টিকে থাকার জন্য দরিদ্রদের হাতে সরাসরি নগদ অর্থ দিচ্ছি। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের সমর্থন পাচ্ছি না।’