বুধবার নবান্নের কন্ট্রোল রুম থেকেই উম্পুনের গতি-প্রকৃতির ওপর নজর রেখেছিলেন তিনি। আর এই অতি প্রবল সাইক্লোন রাজ্যে মারাত্মক ধ্বংসলীলা চালানোর পরই দ্রুত তার মোকাবিলার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং ত্রাণ-পুনর্গঠনে হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছেন। পরিস্থিতি পর্যালোচনায় এবার প্রশাসনিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক থেকে তিনি জানিয়ে দিয়েছেন, এই সময়ে কোনও ভাবেই যাতে বাড়তি খরচ না হয়, সেদিকে নজর রাখতে হবে প্রশাসনকে৷
আজ দুপুরে প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী৷ বিপর্যয় মোকাবেলা করতে রূপরেখা তৈরি করেন মমতা৷ প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়ে জানিয়েছেন, ‘আমাদের মনে রাখতে হবে, সামনে একটা বর্ষা আসছে৷ হুটহাট করে করতে গিয়ে অনেকে আবার কী করে, এই সময়ে বেশি খরচ করে ফেলে৷ সেটা যেন না হয়৷ আমাদের একদম পয়সা নেই৷ পরপর ধাক্কা৷ করোনার ধাক্কায় প্রাণ ওষ্ঠাগত, তার মধ্যে আবার নতুন করে পারক দুর্যোগ৷ প্রত্যেকটা পয়সা কিন্তু খুব গুরুত্বপূর্ণ৷ বাড়তি অপচয় যেন আমরা কখনও না করি।’ এদিনের বৈঠকে বড় প্রকল্প এখনই নেওয়া যাবে না বলেও জানিয়েছেন তিনি৷