টানা দুই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে তৃতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে দলটি। উলভারহাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল।
শনিবার উলভারহাম্পটনের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে প্রথমে পিছিয়ে পড়েছিল দলটি। পরে গোল পরিশোধ করে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৭ মিনিটে উইলি বলির গোলে লিড নেয় উলভারহাম্পটন। সিটি সমতায় ফিরে ৬৯ মিনিটে। গোল করেন এমেরিক লাপোর্ত। এরপর আর কোনো দল গোলের দেখা পায়নি। ফলে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। পয়েন্ট হারাতে হয় সিটিকে। নিজেদের প্রথম ম্যাচে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছিল সিটি। দ্বিতীয় ম্যাচে হাডার্সফিল্ড টাউনকে ৬-১ গোলে হারায় তারা।
শনিবার দিনের অন্য ম্যাচগুলোর মধ্যে জয় পেয়েছে আর্সেনাল। তারা ৩-১ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে। প্রথম দুই ম্যাচ হারের পর আসরের এটি প্রথম জয় তাদের। অন্যদিকে সাউথ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে লেস্টার সিটি। বর্নমাউথ ও এভারটনের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। গোলশূন্য ড্র হয়েছে কার্ডিফ সিটি ও হাডার্সফিল্ড টাউনের ম্যাচটি।