আয়লা, বুলবুল কিংবা ফণী, কোনও ঘূর্ণিঝড়ই এত শক্তিশালী অবস্থায় প্রভাব ফেলেনি বাংলায়, যতটা তাণ্ডব চালাতে চলেছে ঘূর্ণিঝড় উম্পুন। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা বলছেন, শেষ মুহূর্তে আমপানের গতিপথে কোনও পরিবর্তন না হলে ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে পড়তে চলেছে মহানগর। ৫০ বছরেও এমন দূর্যোগের কবলে পড়েনি শহর।
আয়লা যখন সুন্দরবনের উপকূলে স্থলভাগে আছড়ে পড়েছিল, সেখানে তার গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫-১৩০ কিলোমিটার। আর কলকাতায় কার্যত ঝড়ের গতিবেগ ছিল ৯০ কিলোমিটারের আশেপাশে। তবু কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছিল শহর। সেখানে এবার উম্পুনের প্রভাবে কলকাতায় ঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সুতরাং এই উম্পুন যে ভয়ঙ্কর হতে চলেছে, তা জানাচ্ছেন আবহবিদরা।
আলিপুর আবহাওয়া দফতরের আধিকর্তা গণেশকুমার দাস বলেন, ‘‘অত্যন্ত শক্তিশালী এই ঘূর্ণিঝড় যদি শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তন না করে, তা হলে কলকাতায় ঝড়ের গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ কিলোমিটার। পূর্ব কলকাতা এবং দক্ষিণ কলকাতায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।’’