লকডাউনের কারণে বর্তমানে গোটা দেশেই স্তব্ধ রয়েছে ক্রীড়াজগৎ। তবে এরমধ্যেই হঠাৎ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের পদাধিকারীদের নিয়ে তৈরি হল নতুন জল্পনা। বিশেষ করে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েই যত আলোচনা। এ বছর পদাধিকারী হিসেবে ছ’বছরের মেয়াদ শেষ হচ্ছে সৌরভের। যার অর্থ, এবার তাঁকে যেতে হবে কুলিং অফে। যদিও বোর্ড সদস্যরা সৌরভকে সামনে রেখেই চলতে চান।
ডিসেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই কমিটিকেই ছ’বছর কাজ করার ব্যাপারে ঐক্যমত হয়েছিলেন সদস্যরা। বোর্ড মহলে খোঁজ নিয়ে জানা যাচ্ছে, এখনও সদস্যদের পছন্দ সৌরভের উপরই। সবাই চাইছেন, শুধু কুলিং অফ থামানো নয়, চলতি কমিটিকে অন্তত টানা তিন বছর কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। যাতে করে, এই কমিটি ভারতীয় ক্রিকেটের উন্নতি করতে পারে। সদস্যদের অনেকে মনে করেন, এখন যদি সৌরভকে কুলিং অফে পাঠানো হয়, তা হলে ওঁর কাজের মূল্যায়ন করার সুযোগই পাওয়া যাবে না। তাই সদস্যদের পছন্দ এখন সৌরভকেই। তবে আদালত কি সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।