শুক্রবার গভীর রাতে উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায় দুটি ট্রাকের মুখোমুখি ধাক্কায় ঘটে গিয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। যার ফলে প্রাণ হারিয়েছেন ২৬ পরযায়ী শ্রমিক। আহত হয়েছেন ৩০ জন। এই দুর্ঘটনার জন্য এবার সরাসরি কংগ্রেস নেতৃত্বকে দুষলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই এই ঘটনাকে ‘মার্ডার’ আখ্যা দেওয়া হয়েছে। কংগ্রেস নেতৃত্ব আবার শ্রমিকদের প্রতি অমানবিক ভাব দেখানোর কারণে ইস্তফা দাবি করেছে মুখ্যমন্ত্রীর। এই পরিস্থিতিতে পাল্টা দোষারোপের খেলায় মেতে উঠলেন যোগী। এই দুর্ঘটনার দায় তিনি কংগ্রেসের ঘাড়েই চাপিয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত ৩টে নাগাদ লখনউ থেকে ২০০ কিলোমিটার দূরে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছিল তারা মূলত রাজস্থান ও পাঞ্জাবে কর্মরত ছিলেন। এই দুই রাজ্যই কংগ্রেস শাসিত। যেই কথা উল্লেখ করে যোগী বলেছেন, ‘কংগ্রেস নেতৃত্বের বোঝা উচিত যে একটা ট্রাক রাজস্থান ও আরেকটা ট্রাক পাঞ্জাবের ছিল।’ যদিও ওই দুর্ঘটনায় শুধু বিহার বা ঝাড়খণ্ড নয়, বাংলায় বেশ কয়েকজন শ্রমিকেরও মৃত্যু হয়েছে। তাঁরা সকলেই পুরুলিয়ার বলে জানা গিয়েছে। তবে তাঁদের নিয়ে কোনও মন্তব্য করেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
যোগীর কথায়, ‘বিহার ও ঝাড়খণ্ডে যে শ্রমিকরা ফিরে যাচ্ছিলেন তাদের থেকে মোটা টাকাও উসুল করা হয়েছিল। কংগ্রেস তখন কী করছিল? আপনারা প্রথমে অসহায়দের ফায়দা লুটছেন তারপর নিষ্পাপ সাজার চেষ্টা করছেন?’ কংগ্রেসকে কটাক্ষ করে তিনি এ-ও বলেন যে, ‘হিন্দিতে একটা প্রবাদ রয়েছে, ১০০ ইঁদুর খেয়ে বেড়াল যাচ্ছে হজ যাত্রা করতে। কংগ্রেসেরও একই অবস্থা হয়েছে।’ যদিও যোগীর মন্তব্যকে আমল দিতে নারাজ কংগ্রেস। এখনও পর্যন্ত এর পাল্টা হিসেবে কোনও প্রতিক্রিয়াই দেয়নি সোনিয়া গান্ধীর দল।