প্রায় ২ মাস ধরে চলতে থাকা টানা লকডাউনের ফলে যে প্রচুর মানুষেরই চাকরি খোয়া যাবে, তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। এখন হচ্ছেও তাই। একাধিক বেসরকারি সংস্থা ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের বিবৃতি জারি করে দিয়েছে। কিছুদিন আগেই অনলাইন অ্যাপ-ক্যাব সংস্থা উবের মাত্র ৩ মিনিটের জুম ভিডিও কলে বিপুল সংখ্যায় কর্মী ছাঁটাই করেছিল। আর্থিক সঙ্কটের কারণে ফুড ডেলিভারি অ্যাপ ‘জোম্যাটো’ও কর্মী ছাঁটাই করেছিল। এবার সেই পথে হাঁটল আরেক অনলাইন ফুড ডেলিভারি সংস্থা ‘সুইগি’। লকডাউনের মাঝেই ১,১০০ কর্মী ছাঁটাই করতে চলেছে তারা।
এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা এবং সিইও জানাচ্ছেন, এটা প্রচন্ড দুর্ভাগ্যের ব্যাপার যে এইরকম একটা কঠিন সময়ে সংস্থাকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হচ্ছে। কিন্তু তাদের সংস্থা করোনা ভাইরাস পরিস্থিতি জেরে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই প্রেক্ষিতে তিনি বলেন, সংস্থার তরফে ছাঁটাই হওয়া কর্মীদের প্রাপ্য অর্থ দিয়ে সাহায্য করা হবে। একইসঙ্গে মানসিকভাবে পাশেও দাঁড়ানো হবে।
লকডাউন কার্যকরী হওয়ার জেরে ইতিমধ্যেই দেশের অধিকাংশ মানুষের চাকরি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এমন কি চাকরি হারানোর জেরে মানসিক অবসাদের পরিমাণও বেড়েছে দেশজুড়ে। সেই প্রেক্ষিতে আন্দাজ করা যায়, ‘জোম্যাটো’, ‘সুইগি’র মতো সংস্থায় কাজ করা কর্মীদের ছাঁটাই হওয়ার খবর সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে প্রভাব ফেলবে। অন্যদিকে এই সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি অন্যান্য কর্মীদের বেতনের ক্ষেত্রেও পরিবর্তন ঘটাবে তারা।