করোনায় বিধ্বস্ত গোটা দেশে বার বার শ্রমিকদের দূর্দশার ছবি সামনে আসছে। আরও একবার নজরে এল শ্রমিকদের কষ্টে ছবি। পায়ে হেঁটে ফেরা শ্রমিকদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করল হরিয়ানা পুলিশ।
একটি দল ছ’দিন ধরে হেঁটে হরিয়ানা থেকে হেঁটে উত্তরপ্রদেশে ফেরার চেষ্টা করছিলেন। কিন্তু বাধা পান হরিয়ানার যমুনানগরে এসে। বড় রাস্তায় উঠতেই তাঁদের আটকায় পুলিশ। সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে, পুলিশ নির্মম ভাবে লাঠিপেটা করছে শ্রমিকদের। আর শ্রমিকরা নিজেদের সাইকেল বা সঙ্গের জিনিসপত্র ফেলে যে যে দিকে পারছেন ছুটে পালাচ্ছেন।
প্রসঙ্গত, লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকা পড়েছে লাখ লাখ পরিযায়ী শ্রমিক। কেউ খেতে পাচ্ছেন না। কারোর মাথার ওপর ছাদ নেই। বাড়ি ফেরার চেষ্টা করলেই পুলিশের চোখরাঙানি। কেউ রাস্তাতেই মরছেন। দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। এমন অবস্থায় পুলিশের লাঠি পেটা সত্যিই নির্মম।