করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে চলতে থাকা লকডাউন ভয়াবহতার ছবি তুলে ধরেছে পরিযায়ী শ্রমিকদের জন্য। পেটের টান ও চরম অসহায়তা শ্রমিকদের বাধ্য করেছে পথ হাঁটতে। শত শত কিলোমিটার পাড়ি দিয়ে কেউবা পৌঁছে যাচ্ছেন নিজের রাজ্যে, কারও জীবন শেষ হচ্ছে পথেই। এহেন পরিস্থিতিতে এবার পরিযায়ী শ্রমিকদের পাশে এসে দাঁড়ালেন রাহুল গান্ধী। তাদের অভয় দিয়ে কংগ্রেস সাংসদ বললেন, ‘সাহস হারাবেন না। আপনাদের কথা আমরা এই সরকারের কাছে পৌঁছে দেব।’
সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের দুঃখ-দুর্দশাকে নিয়ে এক ভিডিও পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যেখানে তিনি লিখেছেন, ‘অন্ধকার ঘনিয়ে এসেছে। এ বড় কঠিন সময়। মনে সাহস রাখুন। এদের প্রত্যেকের সুরক্ষার জন্য আমরা তৈরি আছি। সরকারের কাছে এদের কান্নার শব্দ আমরা পৌছে দেব। এদের প্রত্যেককে আমরা সাহায্য পাইয়ে দেব। উনারা শুধু দেশের সাধারণ নাগরিক নন, এনারা দেশের স্বাভিমানের পতাকা বাহক।’ এই পোস্টের সঙ্গে সঙ্গেই পথে নামা পরিযায়ী শ্রমিকদের নিয়ে মন ছুঁয়ে যাওয়া একটি গানের ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধী।
তবে শুধু রাহুল নয় পথে নামা পরিযায়ী শ্রমিকদের হয় সরকারের বিরুদ্ধে ধরেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। সম্প্রতি স্যুটকেস এর উপর শুয়ে থাকা এক শিশুকে টেনে নিয়ে যাওয়া পরিযায়ী শ্রমিক মায়ের ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘পরিশ্রান্ত পায়ে এ কার ভবিষ্যৎ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের ২০ হাজার বাস কি কারণে? যদি বিপদের দিনে এই সমস্ত ভারতীয়দের বাড়ি না নিয়ে যেতে পারি। আপনার বক্তৃতা ও প্যাকেজ আস্থা হারিয়েছে মানুষ। এই এদের বাড়ি নিয়ে যান।’