বিধায়ক পদ থেকে শুরু করে মন্ত্রিত্ব, সবটাই যেতে বসেছিল। তবে শেষ মুহূর্তে খোদ সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে বাঁচিয়ে দিল গুজরাতের শিক্ষামন্ত্রীকে। গুজরাত হাইকোর্ট বিধায়ক ভুপেন্দ্রসিং চূড়াসামার বিধায়ক পদ বাতিলের নির্দেশ দিলেও শুক্রবারের এক শুনানিতে সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত।
গুজরাত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করে নির্বাচন কমিশন ও ওই বিজেপি বিধায়কের নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বীকে একটি নোটিস দিয়েছে আদালত। গুজরাত হাইকোর্টের রায় সম্পর্কে তাদের মতামত কী সেটা জানতে চাওয়া হয়েছে। বিজেপি বিধায়কের হয়ে শীর্ষ আদালতে এই মামলা লড়েন বরিষ্ঠ আইনজীবী হরিশ সালভে। মামলাকারী কংগ্রেসের হয়ে লড়েন কপিল সিব্বল। আগামী তিন সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে। তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে।
২০১৭ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ক্ষমতার অপব্যবহার ও কারসাজির অভিযোগে গত বুধবার ওই মন্ত্রীকে দোষী সাব্যস্ত ঘোষণা করে আদালত। বিধানসভা নির্বাচনে ঢোলকা আসন থেকে মাত্র ৩২৭ ভোটে জয়ী হন এই বিজেপি নেতা। তাঁর জয়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী আশ্বিন রাঠোড়। সেই মামলায় বুধবার হাইকোর্ট বিচারপতি পরেশ উপাধ্যায় চুড়াসামার নির্বাচন বাতিল করেন। তবে সুপ্রিম কোর্টের বদান্যতায় আপাতত তিনি বেঁচে গেলেন।