গতকাল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসা করেছিলেন ভারতের একসময়ের জাতীয় দলের কোচ গ্রেগ চ্যাপেল। কিন্তু তারপরেও বিতর্ক এড়াতে পারেননি গুরু গ্রেগ। বুধবার তাঁকে বিদ্রুপ করে বিস্ফোরক টুইট করেন হরভজন সিংহ। তিনি জানিয়ে দেন, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আসলে ‘অন্য খেলায়’ মেতে ছিলেন চ্যাপেল।
বুধবার রাতে গ্রেগকে আবার নতুন করে কটাক্ষ করলেন যুবরাজ সিংহ। চ্যাপেলের আমলেই ক্রমশ বিখ্যাত হতে শুরু করেছিলেন এই প্রাক্তন অলরাউন্ডার। কিন্তু তাঁর খেলার ধরনেও পরিবর্তন আনতে চেয়েছিলেন চ্যাপেল। যুবরাজ জনপ্রিয় তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য। অথচ শেষ দশ ওভারে ছয় মারতেই বারণ করে দিয়েছিলেন তাঁর প্রাক্তন কোচ।
ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়। এক বেসরকারি সংস্থার ফেসবুক পেজের সাক্ষাৎকারে চ্যাপেল বলেছিলেন, ‘শুরুতে ধোনিকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। ও এমন কিছু শট নিত, যা ক্রিকেটে কখনও দেখা যায়নি। ওর মতো শক্তিশালী ক্রিকেটার আমি অন্তত দেখিনি। সেইসময় প্রত্যেক বলই মাঠের বাইরে পাঠাতে চাইত ধোনি। আমিই ওকে, নীচে শট নেওয়ার পরামর্শ দিই।’
আর চ্যাপেলের এই মন্তব্য পরেই সেটি নিয়ে বিদ্রুপ করে হরভজন টুইট করেছিলেন, ‘ধোনিকে নীচে শট নিতে বলেছিলেন কারণ, তিনি তখন সবাইকে মাঠের বাইরে পাঠাচ্ছিলেন। অন্য খেলায় মেতে ছিলেন তিনি।’ এমনকি ভারতীয় ক্রিকেটে চ্যাপেলের আমলকে সব চেয়ে খারাপ সময় বলে চিহ্নিত করেন হরভজন।
ভারতীয় অফস্পিনারের সেই টুইট মুহূর্তের মধ্যে গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরই যুবরাজ তা রিটুইট করে আরও চাঞ্চল্যকর মন্তব্য করেন। চ্যাপেল তাঁকে ও ধোনিকে কী নির্দেশ দিয়েছিলেন তা সর্বসমক্ষে তুলে ধরেন যুবি। গ্রেগ বলেছিলেন, ‘যুবি ও এমএসডি, তোমাদের বলছি। শেষ দশ ওভারে যেন একটিও ছয় মারতে না দেখি।’ এমনটাই বলেছেন যুবরাজ।