এই করোনা সংক্রমণের জেরে লকডাউনে সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা৷ লকডাউনে নদীতে মাছ ধরা বারণ। বন্ধ বাজারও। তাই বিপাকে জলঙ্গির মৎস্যজীবীরা। পেট চালানোর জন্য সরকারি সাহায্য চাইছেন তাঁরা।
রুপোলি শস্যই জীবন জীবিকার একমাত্র ভরসা। চরম দুর্দশায় এখন দিন কাটছে মুর্শিদাবাদে জলঙ্গির সীমান্তবর্তী এলাকা পরাশপুরের কয়েকশো মৎস্যজীবীদের ৷
বাসিন্দাদের অভিযোগ, রেশন সামগ্রী মিলছে না। তাই দুর্দশা ক্রমেই বাড়ছে। কোনও মতে দিন গুজরান। লকডাউন কবে উঠবে? কাটবে সংকট। প্রশ্নের উত্তর খোঁজেন পরাশপুরের মৎস্যজীবীরা।