বিশেষ ট্রেনের সব টিকিটই বিক্রি করছে রেল৷ আবার তারাই যাত্রীদের সামাজিক দূরত্ব মেনে চলতে বলছে৷ সব আসন যদি ভর্তিই থাকে, সেক্ষেত্রে কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব? এই প্রশ্নের উত্তরেই বিতর্কিত জবাব দিলেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাড়ি৷ তাঁর দাবি, ট্রেনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার দায় যাত্রীদেরই৷
মঙ্গলবার থেকেই নয়াদিল্লী থেকে ১৫টি রুটে একজোড়া করে এসি স্পেশ্যাল ট্রেন চালু করেছে রেল মন্ত্রক৷ প্রতিটি ট্রেনেই যাত্রীদের টিকিটের চাহিদা তুঙ্গে৷ শ্রমিক স্পেশ্যাল ট্রেনগুলিতে সব আসনের টিকিট বিক্রি না করলেও বিশেষ ট্রেনগুলিতে সব আসনেই যাত্রী নিচ্ছে রেল৷ ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা৷
রেল প্রতিমন্ত্রীর অবশ্য দাবি, নিজেদের সুস্থ রাখার দায়িত্ব যাত্রীদেরই নিতে হবে৷ ট্রেনের সব আসনের টিকিট বুক করা হয়েছে স্বীকার করে নিয়েও তাঁর দাবি, ট্রেনের মধ্যে সহযাত্রীর থেকে দূরত্ব যাত্রীদেরই বজায় রাখতে হবে৷ যদিও কীভাবে তা সম্ভব, সে বিষয়ে কিছু বলেননি রেল প্রতিমন্ত্রী৷