করোনার থাবায় থরহরিকম্প গোটা দেশ। ভাইরাস সংক্রমণ রোধ করতে জারি একটানা লকডাউন। কিন্তু তা সত্ত্বেও রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এ হেন পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধান যোদ্ধা তাঁরাই। অথচ সামনের সারিতে দাঁড়িয়ে একেবারে ঢাল-তরোয়ালহীন অবস্থায় অর্থাৎ পর্যাপ্ত মাস্ক, প্রোটেক্টিভ অ্যাপ্রন, গ্লাভস ছাড়াই লড়াই চালিয়ে যেতে হচ্ছে তাঁদের। স্বাভাবিকভাবেই প্রাণসংশয়ের ঝুঁকি থাকছে প্রতিনিয়ত। আর তাও কিনা আবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড়ে! হ্যাঁ, এবার এই কারণেই বিক্ষুব্ধ হয়ে ধর্মঘটের পথে গেলেন আমেদাবাদের হাসপাতালের ডাক্তাররা।
অভিযোগ, জীবনের ঝুঁকি নিয়েই তাঁরা চিকিত্সা চালিয়ে যাচ্ছেন। পাচ্ছেন না এন-৯৫ মাস্ক ও পিপিই। আর সেই কারণেই এলিসব্রিজের এসভিপি হাসপাতালে ধর্মঘট পালন করছেন প্রায় শতাধিক জুনিয়র ডাক্তার। এক ধর্মঘটী ডাক্তার জানালেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বলছে, সাধারণ মাস্ক পরেই কোভিড ওয়ার্ডে যাও। অথবা নিজের টাকায় এন-৯৫ মাস্ক কিনে নাও।’ বিষয়টি প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে রাজ্যের বিজেপি সরকারের। মুখ পুড়েছে খোদ মোদীরও।