জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং এবার ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন। জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডারের মতে, টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় ক্রিকেটারদের কতটা গাইড করতে পারবেন রাঠৌর, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
ইনস্টাগ্রামে এক সেশনে যুবরাজ বলেছেন, “বিক্রম রাঠৌর আমার বন্ধু। কিন্তু আপনারা কি মনে করেন যে টি-২০ প্রজন্মের ক্রিকেটারদের ও সাহায্য করতে পারবে? ওদের সাহায্য করার মতো সেই পর্যায়ের ক্রিকেট কি ও খেলেছে?”
জাতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীরও সমালোচনা করেছেন যুবরাজ। তিনি বলেছেন, “গিয়ে কথা বলা বা পরামর্শ নেওয়ার মতো কাউকে পাচ্ছে না জাতীয় দলের ক্রিকেটাররা।” কিন্তু শাস্ত্রীর কাজই তো ক্রিকেটারদের গাইড করা? এই প্রশ্নের উত্তরে যুবি বলেছেন, “জানি না রবি এটা কতটা করছে। হয়তো ওর মাথায় অন্য কিছু ঘুরছে। তবে সবাইকে তো আর এটা বলা ঠিক নয় যে, মাঠে নেমে নিজের খেলা মেলে ধর”।