দেশজোড়া করোনা আতঙ্কের মধ্যেই ফের চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল মোদীরাজ্যে। সূত্রের খবর, গুজরাতের আহমেদাবাদে কবরস্থান ও শ্মশানে ইতিউতি ছড়িয়ে রয়েছে করোনায় মৃতদের শেষকৃত্য করতে আসা পরিজনের ব্যবহার করা পিপিই, ফেসশিল্ড, মাস্ক এবং হ্যান্ড গ্লাভস। এর থেকে একদিকে যেমন সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে, তেমনই আবার পরিবেশ দূষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এই অব্যবস্থার জন্য অভিযোগের আঙুল উঠছে আহমেদাবাদ পুরসভার দিকে। আবার বহু পরিজনকে পর্যাপ্ত সংখ্যক পিপিই দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।
বর্তমানে করোনার দাপটে রীতিমত করুণ অবস্থা আহমেদাবাদের। ইতিমধ্যেই সেখানে প্রায় ছয় হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে চারশোরও বেশি মানুষের। ফলে গুজরাত প্রশাসনের মাথাব্যথা বেড়েছে। এদিকে করোনায় মৃতদের শেষকৃত্যের পর মৃতের পরিজনরা কবরস্থান ও শ্মশানে পিপিই কিট-সহ একাধিক পণ্য ফেলে চলে যাচ্ছেন। আহমেদাবাদের মুসা সুহাগ কবরস্থান ও দুধেশ্বর শ্মশানের অব্যবস্থার ছবি সামনে আসেছে। চারিদিকে ছড়িয়ে পিপিই কিট। কুকুরে মুখে নিয়ে সেগুলি টানাটানি করছে।
মুসা সুহাগ কবরস্থান সংলগ্ন হাউজিং সোসাইটির বাসিন্দা অলকেশ ত্রিবেদির কথায়, ‘করোনায় মৃতদের দেহ নিয়ে আসে আহমেদাবাদ পুরসভার কর্মীরা। শেষকৃত্য করতে আসা পরিজনদের পিপিই কিট দেওয়া হয়। এখন কবরস্থানের চারপাশে প্রায় ১৬টি পিপিই কিট ছড়িয়ে রয়েছে। সাফাইকর্মীরা সেই কিট নিয়ে যেতে চাইছেন না। তাঁরা সংক্রমণের ভয় পাচ্ছে। এদিকে কুকুর সেই কিট টেনে বাড়ির সামনে নিয়ে আসছে। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এলাকার মানুষজনের পক্ষে এগুলো পরিষ্কার করা সম্ভব নয়।’