কলকাতা পুলিশের দুটি থানায় করোনার হানার পরে এবার বিধাননগর সিটি পুলিশেও হানা দিল করোনা ভাইরাস। তার জেরেই এবার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিধাননগর উত্তর থানার এক মহিলা কনস্টেবলকে।
বিধাননগর সিটি পুলিশ নিত্যদিন মানুষের কাছে বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে। সেই কাজেও এই মহিলা কনস্টেবল প্রায় রোজই ডিউটি করতে যেতেন। সেখান থেকেই তিনি করোনা আক্রান্ত হয়েছেন কিনা, সেই বিষয়টিই এবার ভাবাচ্ছে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের।
জানা গিয়েছে, ওই কনস্টেবল গত দুই দিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন। তার শরীরে করোনার লক্ষণ দেখা গিয়েছিল। যে কারণে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। এরপরেই ওই কনস্টেবলের সোয়াব টেস্ট করানো হয়। তার থেকেই জানতে পারা যায় মহিলা কোভিড ১৯-এ আক্রান্ত।
এরপরেই সোমবার সকালে ওই মহিলা কনস্টেবলকে আমরি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। এদিকে বিধাননগর উত্তর থানার কোয়ার্টারেই থাকতেন ওই মহিলা। সেই কারণে তার রুমমেট আরও দুই জনকেও একই রকমভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেই জানিয়েছেন ডিসি বিধাননগর সূর্যপ্রতাপ যাদব। এদিন তিনি বলেন, ‘আমরা যেদিন আমাদের কনস্টেবলের সোয়াব টেস্ট করতে পাঠিয়েছিলাম, সেই দিনই আমরা থানাকে জীবাণুমুক্ত করার কাজ করেছি। বর্তমানে থানার কর্মীদের কোনও সমস্যা হয়নি। তবে আরও দুই কনস্টেবলকে আমরা কোয়ারেন্টাইনে রেখেছি।‘