ভাইরাসের কারণে শহরের বিভিন্ন অলিতে গলিতে চলছে স্যানিটাইজেশনের কাজ। শহরের বিভিন্ন প্রান্তেই প্রতিনিয়ত চলছে ফগিং মেশিনের কাজ। বর্তমানে কলকাতা পুরসভার কাছে ১২০ টি মিস্ট ব্লোয়ার, ২৫ টি ফগিং মেশিনযুক্ত ছোট গাড়ি এবং ২০ টি বড় স্প্রিংক্লার রয়েছে। শোনা যাচ্ছে, এই কাজে গতি বাড়াতে আরও ১৫০ টি ফগিং মেশিন আনা হচ্ছে শহরে। যার মধ্যে ৫০ টি মেশিন লাগানো হবে গাড়িতে।
সূত্রের খবর, চলতি মাসের মধ্যেই নতুন ফগিং মেশিনগুলি কাজে নামানো হবে। যা দিয়ে নিয়মিতভিত্তিতে শহরের রাস্তাঘাট কিংবা বহুতলগুলি জীবানুমুক্ত করার কাজ চলবে। কিন্তু কলকাতায় যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে প্রতিটি এলাকাতেই জীবাণুনাশক স্প্রে নিয়মিত করতে হবে বলে মনে করছে কলকাতা পুরসভা।
জানা যাচ্ছে ইতিমধ্যেই ১৫০ টি মেশিনের অর্ডার দিয়েছে কলকাতা পুরসভা। যার প্রত্যেকটির দাম প্রায় ৪০ হাজার টাকার মতো পড়ছে বলে জানিয়েছেন জঞ্জাল সাফাই বিভাগের দায়িত্বে থাকা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দেবব্রত মজুমদার।