এবার এয়ার ইন্ডিয়ার হেডকোয়ার্টারে থাবা বসাল মারণ ভাইরাস। এই খবর সামনে আসার পরেই সিল করে দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া হেডকোয়ার্টারের গোটা অফিস। জানা গিয়েছে নয়াদিল্লীর এই অফিসে এক পিয়ন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৫৪ বছর বয়সী ওই পিয়ন বিগত কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন।
এই খবরের পরই এয়ার ইন্ডিয়ার হেডকোয়ার্টার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। সিল করে দেওয়া হয় গোটা অফিস। ইতিমধ্যে স্যানিটাইজশনের কাজ চলছে বলে খবর। ভাইরাসে আক্রান্ত ওই কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ৭০,৭৫৬। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৯৩। শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬০৪ জন। এই সময়ে প্রাণ হারিয়েছেন ৮৭ জন। এখনও পর্যন্ত ২২,৪৫৫ জন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ভারতে এক্টিভ কেস এই মুহূর্তে ৪৬,০০৮।