করোনা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা ভারতে চলছে একটানা লকডাউন। আর এর জেরেই বাংলা থেকে ভিন রাজ্যে যাওয়া বহু পরিযায়ী শ্রমিক বিগত দেড় মাস ধরে আটকে দেশের বিভিন্ন প্রান্তে। তাঁদের ধাপে ধাপে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর আগে আজমের ও কেরালা থেকে দুটি ট্রেনে করে আড়াই হাজার শ্রমিককে ফেরানো হয়েছিল। আর আজ কাক ভোরে এসে পৌঁছল আরেকটি শ্রমিক স্পেশ্যাল ট্রেন। ট্রেনটি আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ এসে পৌঁছয় বাঁকুড়া স্টেশনে। এই স্পেশ্যাল ট্রেনেটি গত ১০ মে বেঙ্গালুরু থেকে রওনা দেয় দুপুর দুটো কুড়ি মিনিট নাগাদ। দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে আজ ট্রেনটি এসে পৌঁছয় বাঁকুড়া স্টেশনে।
ট্রেনটি আজ স্টেশনে প্রবেশ করা মাত্রই একে একে ট্রেনযাত্রীদের স্টেশনে নামানো হয় প্রশাসনিক তত্ত্বাবধানে। রাজ্য পুলিশ ও প্রশাসনের উদ্যোগে প্রতিটি যাত্রীকে স্যানিটাইজার ও মাক্স দেওয়া হয়। তারপর করা হয় থার্মাল স্ক্রিনিং। যাত্রীদের নাম নথিভুক্ত করে তাঁদের হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধও দেওয়া হয়। এরপর তাঁদের তিনটি ভাগে ভাগ করে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, ধলডাঙ্গা কোভিড স্বাস্থ্য কেন্দ্র ও বাঁকুড়া স্টেশনের বিশেষ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়।
এরপর আগে থেকেই মজুত রাখা রাজ্য দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার ৪৫টি বাসে করে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের নিজের জেলার উদ্দেশ্যে রওনা করানো হয়। উল্লেখ্য, গতকাল রাত থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা স্টেশন চত্বর। হাতে হাত মিলিয়ে রেল পুলিশ, রাজ্য পুলিশ, স্বাস্থ্য দফতরের কর্মী, পরিবহণ দফতরের কর্মীসহ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য দফতরের কর্মীরাও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পুরো প্রক্রিয়াটি শেষ করেন।